

শারদ অর্ঘ্য
সুধী,
‘দর্পণে রবি’র ষষ্ঠ সংখ্যা রবীন্দ্রমেলার শারদ অর্ঘ্য রূপে প্রকাশিত হচ্ছে। সদস্যদের বিভিন্ন মৌলিক লেখার সমাবেশে পত্রিকা হয়ে উঠেছে পরিপূর্ণতা। পুজোর স্নিগ্ধতা, আনন্দে গা ভাসানোর পাশাপাশি এই পত্রিকার প্রতিটি লেখাও আপনাদের আবিষ্ট করবে বলে আমার স্থির বিশ্বাস।
রবীন্দ্রমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষ দ্বারপ্রান্তে উপনীত। এই সময়ে সকল সদস্যদের সুবর্ণ জয়ন্তী উৎসব সফল করবার জন্য নিজের মতামত, চিন্তাভাবনা, সবরকম সাহায্য নিয়ে এগিয়ে আসবার অনুরোধ জানাই। আশা করি সকল বাধা বিপত্তি কাটিয়ে আমরা এই উৎসব যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে পারব। বর্তমান কর্মকাণ্ডের প্রসঙ্গে জানাই যে, ইতিমধ্যে আমরা ৮৫ টি অনলাইন অনুষ্ঠান পেরিয়ে এসেছি। সংগীত, কবিতার পাশাপাশি মনীষীদের জন্মদিবস পালন, স্বাস্থ্য-শিক্ষা, বর্তমান সামাজিক দায়িত্ববোধ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান হয়ে চলেছে।
মহালয়া ও ষষ্ঠীর দিন দুটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণেই এগুলি সম্পন্ন হতে পারছে।
এই পত্রিকা প্রসঙ্গে বলি, - e-পত্রিকায় আরো বেশি সদস্যদের অংশগ্রহণ চাই। অনির্বাণ দাস-এর হাত ধরে যে পত্রিকার শুরু- আমি চাই সেই পত্রিকা আপনাদের মৌলিক লেখায় সমৃদ্ধ হয়ে আরো আরো পূর্ণ হয়ে উঠুক।
ভাল থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের পুজো খুব খুব ভালো কাটুক। রইল শারদ শুভেচ্ছা।
বিশ্বজিৎ সরকার
মহালয়া, ১৪২৮ সম্পাদক, বহরমপুর রবীন্দ্রমেলা


