top of page

করোনা ভাইরাসজনিত সংক্রমণে উদ্ভুত বিশ্বসংকট থেকে মুক্তিকিভাবে বা কতদিনে আমাদের তা জানা নেই। তাই বলে মানুষের আবেগ, সৃষ্টিশীলতা তো থেমে থাকতে পারে না, অবরুদ্ধ হতেও পারে না।

তাই এইসবের মধ্যেও রবীন্দ্রমেলার সদস্যরা রবীন্দ্রজন্মদিবসে  কবির মূর্তিতে মাল্যদান করে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাধ্যমত কিছু সাহায্য করে ঘরে বসে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে রবীন্দ্রচর্চায় নিজেদের নিয়োজিত রেখেছেন। সঙ্গীতচর্চা, শিল্পচর্চার পাশাপাশি মানসিক বদ্ধ পরিবেশকে কাটাতে প্রতি মাসে online-এ একটি করে  অনুষ্ঠান হয়ে চলেছে।

এরই মধ্যে ২২শে শ্রাবণ রবীন্দ্রমেলার স্মারক পত্রিকা প্রকাশিত হতে চলেছে।বিশিষ্ট লেখকদের পাশাপাশি ভ্রাতৃপ্রতিম রবীন্দ্রমেলার সদস্য অনির্বাণ দাসের পরিকল্পনায় শুরু হতে চলেছে একটি ই-পত্রিকা, যেটি রবীন্দ্রমেলার ফেসবুক পেজ/গ্রুপ-এ পোস্ট করা হবে।এখানে আগে থেকে স্থির করা কিছু বিষয়ের উপর সদস্যরা লিখবেন।তাদের প্রতিভা বিকাশের সুযোগ ও তার পাশাপাশি একটু মানসিক মুক্তির তাগিদে লেখা শুরু করলে রবীন্দ্রচর্চাও প্রসারিত হবে।তারাও নিজেরা নিজেদের ঋদ্ধ করবে রবীন্দ্র ভাবনায়। ভবিষ্যতে ত্রৈমাসিক এই ই-পত্রিকায় সকল সদস্যদের অংশগ্রহণের আবেদন জানাই।প্রতিবারের লেখার বিষয় পরিবর্তিত হবে।আশা করি সকলের কাছে এই প্রস্তাব আদরণীয় হবে।

                                                               বিশ্বজিৎ সরকার

                                                      সম্পাদক, বহরমপুর রবীন্দ্রমেলা

Editorial copy.gif
Screenshot_20200626_150659.png

Lockdown-এ রবীন্দ্রমেলা, এবং ই-পত্রিকা

করোনা ভাইরাসজনিত সংক্রমণে উদ্ভুত বিশ্বসংকট থেকে মুক্তিকিভাবে বা কতদিনে আমাদের তা জানা নেই। তাই বলে মানুষের আবেগ, সৃষ্টিশীলতা তো থেমে থাকতে পারে না, অবরুদ্ধ হতেও পারে না।

তাই এইসবের মধ্যেও রবীন্দ্রমেলার সদস্যরা রবীন্দ্রজন্মদিবসে  কবির মূর্তিতে মাল্যদান করে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাধ্যমত কিছু সাহায্য করে ঘরে বসে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে রবীন্দ্রচর্চায় নিজেদের নিয়োজিত রেখেছেন। সঙ্গীতচর্চা, শিল্পচর্চার পাশাপাশি মানসিক বদ্ধ পরিবেশকে কাটাতে প্রতি মাসে online-এ একটি করে  অনুষ্ঠান হয়ে চলেছে।

এরই মধ্যে ২২শে শ্রাবণ রবীন্দ্রমেলার স্মারক পত্রিকা প্রকাশিত হতে চলেছে।বিশিষ্ট লেখকদের পাশাপাশি ভ্রাতৃপ্রতিম রবীন্দ্রমেলার সদস্য অনির্বাণ দাসের পরিকল্পনায় শুরু হতে চলেছে একটি ই-পত্রিকা, যেটি রবীন্দ্রমেলার ফেসবুক পেজ/গ্রুপ-এ পোস্ট করা হবে।এখানে আগে থেকে স্থির করা কিছু বিষয়ের উপর সদস্যরা লিখবেন।তাদের প্রতিভা বিকাশের সুযোগ ও তার পাশাপাশি একটু মানসিক মুক্তির তাগিদে লেখা শুরু করলে রবীন্দ্রচর্চাও প্রসারিত হবে।তারাও নিজেরা নিজেদের ঋদ্ধ করবে রবীন্দ্র ভাবনায়। ভবিষ্যতে ত্রৈমাসিক এই ই-পত্রিকায় সকল সদস্যদের অংশগ্রহণের আবেদন জানাই।প্রতিবারের লেখার বিষয় পরিবর্তিত হবে।আশা করি সকলের কাছে এই প্রস্তাব আদরণীয় হবে।

                                                               বিশ্বজিৎ সরকার

                                                      সম্পাদক, বহরমপুর রবীন্দ্রমেলা

index.jpg
rabindranath-tagore-kriya-yoga.jpg
b038c7bv_640_360.jpg
Contact
m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page