

কিছু কথা
সুধী
দুঃস্বপ্নের গত বছরে রবীন্দ্রমেলায় একনিষ্ঠ সদস্য আমার ভাতৃপ্রতিম অনির্বাণ দাস-এর হাত ধরে যে ত্রৈমাসিক e-পত্রিকার প্রকাশ শুরু হয়েছিল, আজ তার পঞ্চম সংখ্যার প্রকাশ। এই পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রচর্চায় সদস্যদের আরো বেশি করে নিয়োজিত করা। সদস্যদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় পাওয়া গিয়েছে। প্রায় ২২ জন সদস্য বিগত চারটি সংখ্যায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ, কবিতা, গল্প লিখেছেন। আরো বেশি সংখ্যক সদস্যদের আহ্বান জানাই এই পত্রিকার সাথে যুক্ত হওয়ার জন্য।
রবীন্দ্র মেলা এই করোনাকালে এ পর্যন্ত শুধু মাত্র ৭০টি অনলাইন অনুষ্ঠানই করেনি, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাস্ক/স্যানিটাইজার বিলির পাশাপাশি কয়েকটি যন্ত্রসঙ্গীত শিল্পীকেও সাহায্য করেছে। সদস্যরা স্বেচ্ছায় এগিয়ে এসে এই সাহায্য করেছেন।
এই e-পত্রিকাকে আরো বেশি রবীন্দ্রচর্চা ও রবীন্দ্রভাবনায় চালিত করতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে পত্রিকার উৎকর্ষ সাধনে মতামত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।
সকলে ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আপনাদের সকলের সহযোগিতায় রবীন্দ্রমেলা এগিয়ে চলুক।
বিশ্বজিৎ সরকার
সম্পাদক,
২২/০৪/১৪২৮ রবীন্দ্রমেলা, বহরমপুর


