top of page

ধন্যবাদ সদস্য-সদস্যাদের। রবীন্দ্রমেলার এই ডিজিটাল জগতে এই অভূতপূর্ব সাড়া পাওয়ার জন্য আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। করোনা ক্রান্তিকালে ঘরে বসে এই দুঃসময় কাটিয়ে ওঠার প্রচেষ্টার অঙ্গ হিসেবে এই e-পত্রিকা আপনাদের উৎসাহ বাড়িয়েছে, এটা আমাদের ভাল লাগার জায়গা। বিগত পত্রিকার বিষয় ছিল- রবীন্দ্রভাবনায় বর্ষা, রবীন্দ্র সাহিত্যে আধুনিকতা, ছোটদের রবীন্দ্রনাথ। সদস্য-সদস্যারা তাঁদের লেখনীর মাধ্যমে আমাদের ঋদ্ধ করছেন।সেই সাহসেই ভর করে আমরা পরবর্তী সংখ্যা প্রকাশে এগিয়ে এসেছি। আশা রাখি সবাই রবীন্দ্র চর্চায় এগিয়ে আসবেন আগের মতো করে।এই পত্রিকার লেখার বিষয়-রবীন্দ্রবাবনায় শরৎ, রবীন্দ্রনাথ ও সমকাল, ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ। আমাদের আশা পুরান লেখকদের সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন লেখকের লেখা আমরা আমাদের এই পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশ করতে পারব।আপনাদের সহযোগিতায় আমরা এবারও সফল হব-এই আশা।  

Editorial copy.gif
biswajit.jpg

Lockdown-এ রবীন্দ্রমেলা, এবং ই-পত্রিকা

ধন্যবাদ সদস্য-সদস্যাদের। রবীন্দ্রমেলার এই ডিজিটাল জগতে এই অভূতপূর্ব সাড়া পাওয়ার জন্য আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। করোনা ক্রান্তিকালে ঘরে বসে এই দুঃসময় কাটিয়ে ওঠার প্রচেষ্টার অঙ্গ হিসেবে এই e-পত্রিকা আপনাদের উৎসাহ বাড়িয়েছে, এটা আমাদের ভাল লাগার জায়গা। বিগত পত্রিকার বিষয় ছিল- রবীন্দ্রভাবনায় বর্ষা, রবীন্দ্র সাহিত্যে আধুনিকতা, ছোটদের রবীন্দ্রনাথ। সদস্য-সদস্যারা তাঁদের লেখনীর মাধ্যমে আমাদের ঋদ্ধ করছেন।সেই সাহসেই ভর করে আমরা পরবর্তী সংখ্যা প্রকাশে এগিয়ে এসেছি। আশা রাখি সবাই রবীন্দ্র চর্চায় এগিয়ে আসবেন আগের মতো করে।এই পত্রিকার লেখার বিষয়-রবীন্দ্রভাবনায় শরৎ, রবীন্দ্রনাথ ও সমকাল, ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ। আমাদের আশা পুরান লেখকদের সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন লেখকের লেখা আমরা আমাদের এই পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশ করতে পারব।আপনাদের সহযোগিতায় আমরা এবারও সফল হব-এই আশা।

বিশ্বজিৎ সরকার

সম্পাদক, রবীন্দ্রমেলা

index.jpg
rabindranath-tagore-kriya-yoga.jpg
b038c7bv_640_360.jpg
Contact
m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page