top of page

আমাদের  কথা

04.jpg

রবীন্দ্রমেলা বহরমপুর মূলত একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যা রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির প্রচার করে এবং বহরমপুরের পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ জেলাতেও সাংস্কৃতিক চেতনাবোধ গড়ে তোলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। এই জেলার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন সদস্য হিসাবে রবীন্দ্রমেলা বহরমপুরের সঙ্গে সক্রিয়ভাবে সংযুক্ত রয়েছে। ১৯৭৩ সালে বহরমপুর গার্লস কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রয়াত শ্রীমতী প্রীতি গুপ্তের গতিশীল নেতৃত্বে এই সংস্থা গঠিত হয়েছিল, এই সংস্থার বিকাশে তাঁর গভীর আগ্রহ এবং সুস্পষ্টতা প্রাথমিক পর্যায়ে অত্যন্ত সহায়ক ছিল। যে ছোট চারা তখন রোপণ করা হয়েছিল আজ তা শক্তিশালী গাছে পরিণত হয়েছে, তাই বলা যায় আমাদের আগের নেতৃস্থানীয় সদস্যদের আলোর চেতনায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ দর্শন, চিন্তাভাবনা এবং আদর্শ প্রচার করি এবং আগত প্রজন্মকে  সমৃদ্ধ করার প্রয়াসে ব্রতী হই।

 

আমরা বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছর একটি নতুন নির্বাহী সমিতি নির্বাচন করি। প্রতিবছর ২৫শে বৈশাখ থেকে শুরু করে ৭/৮ দিন ধরে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয়। যা প্রচুর সংখ্যক মানুষের  উৎসাহিত অংশগ্রহণের সাথে রঙিন হয়ে ওঠে। একইভাবে, আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র তিরোধান দিবসও পালন করি। আমরা বর্ষবরণ উৎসবও রবিঠাকুরের চেতনার সাথে পালন করি।

 

বহরমপুর রবীন্দ্রমেলা তার ৪৯ তম বছর পেরিয়ে গেছে এবং সুবর্ণ জয়ন্তী বর্ষ দ্বারপ্রান্তে উপনীত। কৃতজ্ঞ চিত্তে আমরা তাদের সবাইকে স্মরণ করি যারা আমাদের সাথে আর নেই। তাদের অবদান আমরা সর্বদা গভীরভাবে স্মরণ করি। পরিশেষে,আমরা আমাদের প্রিয় রবীন্দ্রমেলার আরও সফল যাত্রার জন্য প্রত্যেকের সহযোগিতা এবং সমর্থন কামনা করি।

index.jpg
rabindranath-tagore-kriya-yoga.jpg
b038c7bv_640_360.jpg

দর্পণে রবি

05.jpg
03.jpg

সম্পাদকের কথা

Screenshot_20200626_150659.png

রবীন্দ্রমেলা প্রকাশ করছে তাদের ই-পত্রিকা।আসুন,রবীন্দ্র চর্চায় নিয়োজিত হন।ত্রৈমাসিক এই ই-পত্রিকায় সকল সদস্যদের অংশগ্রহণের আবেদন জানাই।

স্মৃতিটুকু  থাক...

10.jpg
02.jpg
01.jpg
12.jpg
08.jpg
11.jpg
06.jpg
14.jpg
  • Gmail
  • Facebook
  • Instagram
  • Twitter
aaaaa.jpg

MY PICK

OF THE MONTH

19.jpg

মাননীয় সভাপতি শ্রী মৃণালকান্তি চক্রবর্তী মহাশয় রবীন্দ্রমেলার স্মারক পত্রিকা প্রকাশ করছেন।

tagore-poem.jpg
Contact
m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page