top of page

ওগো; মেঘের পথ- কবিকে ডেকো

দেবাশিস্ বন্দ্যোপাধ্যায়


এরকম সুন্দর রাস্তা ধ'রে

মেঘের পথে

কেউ যদি দীঘা বা অন্য কোথাও যায়-

কবির মন খারাপ ক'রে;রাগ হয়

অভিমানও বলতে পারো।

কবি মনে মনে বলেনঃ

'কেন? কবিকে নিতে পারো নি সাথে'?

এ রকম মেঘের পথ দেখলে

কবির লোভ হয়-

যাবার জন্য মন অস্থির ক'রে....


ওগো; মেঘের পথ

কবিকে ডেকো;

তোমার হাত ধরার জন্য

কবির মন আজ ব্যাকুল-

কেমন আকুল হয়ে

কবি চেয়ে থাকেন তোমার পানে।


গানে গানে

আঁধার নামে-

ঝুঁকে আসে মেঘ; মেঘের দল

কবির মন বলে তুই চল্.....


কবি ছুটিতে থাকেন

এ ছোটায় ক্লান্তি নেই-

কবি ছুটতে থাকেন

ঠিক অপুর মতো!


কাশবন পেরিয়ে

দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ

কালো ধোঁয়া ছেড়ে

রেলগাড়ি চলে যায়-

অপুর ছোটা শেষ হয়

তবু কবির ছোটা শেষ হয় না

কাল পেরিয়ে

মহাকালের পথে

কবি মন যেন ছুটতেই থাকে......


লেখক পরিচিতি

দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ইন্দিরাপল্লী,

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের বাসিন্দা

Comments


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page