

দুঃসহ দুঃসময়
সুধী
রবীন্দ্রমেলার একনিষ্ঠ ও কৃতী সদস্য শ্রীমান অনির্বাণ দাসের হাত ধরে রবীন্দ্রমেলার ই-পত্রিকার চতুর্থ সংখ্যা প্রকাশিত হলো ২৫ শে বৈশাখ, ১৪২৮ রবীন্দ্র জন্মদিনে। প্রথম সংখ্যা প্রকাশের সময় করোনা ভাইরাসের যে প্রকোপ ছিল, কিছু শক্তিক্ষয় হলেও আজ সে আবার ক্রমশ শক্তি বৃদ্ধি করে অনেক বেশি বলীয়ান। তার প্রকোপে দেশবাসীর পাশাপাশি রবীন্দ্রমেলার সদস্য, বন্ধু, আত্মীয়দেরও প্রচুর ক্ষতি স্বীকার করতে হচ্ছে, এমনকি প্রাণহানিও।
বুকে পাথর চাপা কষ্ট নিয়েও দুঃখ নিরসনে রবীন্দ্রনাথের কাছে বারে বারে ফিরে ফিরে আসা। এই সংখ্যায় রবীন্দ্রমেলার অনেক সদস্য সাহসের সাথে কলম তুলে নিয়ে তাদের লেখনীর মাধ্যমে পত্রিকাকে ঋদ্ধ করেছেন।
এখনকার দুঃস্বপ্ন ও অনিশ্চয়তা আশা করি শীঘ্রই কেটে যাবে -এই আশায়...
বিশ্বজিৎ সরকার
সম্পাদক,
২৫/০১/১৪২৮ রবীন্দ্রমেলা, বহরমপুর


