ধন্যবাদ সদস্য-সদস্যাদের। রবীন্দ্রমেলার এই ডিজিটাল জগতে এই অভূতপূর্ব সাড়া পাওয়ার জন্য আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। করোনা ক্রান্তিকালে ঘরে বসে এই দুঃসময় কাটিয়ে ওঠার প্রচেষ্টার অঙ্গ হিসেবে এই e-পত্রিকা আপনাদের উৎসাহ বাড়িয়েছে, এটা আমাদের ভাল লাগার জায়গা। বিগত পত্রিকার বিষয় ছিল- রবীন্দ্রভাবনায় বর্ষা, রবীন্দ্র সাহিত্যে আধুনিকতা, ছোটদের রবীন্দ্রনাথ। সদস্য-সদস্যারা তাঁদের লেখনীর মাধ্যমে আমাদের ঋদ্ধ করছেন।সেই সাহসেই ভর করে আমরা পরবর্তী সংখ্যা প্রকাশে এগিয়ে এসেছি। আশা রাখি সবাই রবীন্দ্র চর্চায় এগিয়ে আসবেন আগের মতো করে।এই পত্রিকার লেখার বিষয়-রবীন্দ্রবাবনায় শরৎ, রবীন্দ্রনাথ ও সমকাল, ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ। আমাদের আশা পুরান লেখকদের সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন লেখকের লেখা আমরা আমাদের এই পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশ করতে পারব।আপনাদের সহযোগিতায় আমরা এবারও সফল হব-এই আশা।
![Editorial copy.gif](https://static.wixstatic.com/media/c9f588_b2ac70bef0af45108264062609dd423c~mv2.gif)
![Biswajit da 1.jpg](https://static.wixstatic.com/media/c9f588_6e534f21f3a54415b60b7cbd59f322de~mv2.jpg/v1/fill/w_143,h_143,al_c,q_80,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/Biswajit%20da%201.jpg)
Lockdown-এ রবীন্দ্রমেলা, এবং ই-পত্রিকা
সুধী
রবীন্দ্রমেলার e-পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশিত হতে চলেছে।
যথারীতি সদস্য তথা পত্রিকার সম্পাদক অনির্বাণ দাস-এর ব্যক্তিগত প্রয়াস ও শিল্প নৈপুণ্যে পত্রিকা অলংকৃত হবে-এ আমার দৃঢ় বিশ্বাস। এই পত্রিকার লেখার বিষয় -রবীন্দ্রনাথ ও জ্যোতিদাদা, রবীন্দ্র ভাবনায় শীত/ হেমন্ত, রবীন্দ্রনাথের নান্দনিকতা।। লেখকদের মধ্যে রবীন্দ্রসাহিত্য অনুরাগী তথা প্রয়োগ শিল্পী এবং সঙ্গীত শিল্পী প্রভৃতি রবীন্দ্র বিশেষজ্ঞ রয়েছেন।অনেক সদস্য রয়েছেন যাঁরা সুগভীর নিষ্ঠা নিয়ে রবীন্দ্র চর্চা করেন তারাও লিখেছেন।যে উৎসাহ নিয়ে এ পত্রিকা পথ চলা শুরু করেছিল, তাতে যেন ভাটা না পড়ে যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে।
আগামী বছর রবীন্দ্রমেলায় সুবর্ণ জয়ন্তী বর্ষ। গৃহীত কর্মসূচির মাধ্যমে জেলার অতীত মানচিত্রে রবীন্দ্রনাথকে ফুটিয়ে তোলার চেষ্টা এবং সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র থেকে রবীন্দ্রচর্চা কে প্রান্তে প্রসারিত করবার প্রয়াসে সকল সদস্যের কাছে সহযোগিতা আশা করি। পাশাপাশি আমাদের স্মারক পত্রিকা এবং e-পত্রিকাও সর্বাঙ্গীন বিকশিত হোক।
বিগত বছরের দুঃস্বপ্ন ও অনিশ্চয়তাকে পার করে এবছর রবীন্দ্রমেলায় কর্মসূচিকে কেন্দ্র করে আবার সকলের মিলিত হব এই কামনা করি।
প্রীতি পূর্ণ আন্তরিকতা সহ-
বিশ্বজিৎ সরকার
সম্পাদক,
রবীন্দ্রমেলা, বহরমপুর
![index.jpg](https://static.wixstatic.com/media/c9f588_63d098be3b36492789772da6b79dbb21~mv2.jpg/v1/fill/w_301,h_168,al_c,q_80,enc_avif,quality_auto/index.jpg)
![rabindranath-tagore-kriya-yoga.jpg](https://static.wixstatic.com/media/c9f588_da10cd5d94664232a8710855d633016b~mv2.jpg/v1/fill/w_293,h_168,al_c,q_80,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/rabindranath-tagore-kriya-yoga.jpg)
![b038c7bv_640_360.jpg](https://static.wixstatic.com/media/c9f588_9d72c1248e5a4cb192f1260183f7bb7a~mv2.jpg/v1/fill/w_298,h_168,al_c,q_80,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/b038c7bv_640_360.jpg)