রবীন্দ্রমেলাকে লেখা শ্রীমতী সুচিত্রা মিত্রের চিঠি
![](https://static.wixstatic.com/media/c9f588_2b080d2f6cd84d46b9270a66dfd73d35~mv2.jpg/v1/fill/w_900,h_1200,al_c,q_85,enc_avif,quality_auto/c9f588_2b080d2f6cd84d46b9270a66dfd73d35~mv2.jpg)
স্বস্তিক ১০০৬
৫১ ডি, গড়িয়াহাট রোড
কলি -৯
ফোন : ৭৫৭৭৯৭
শ্রী বিশ্বজিৎ সরকার
সম্পাদক
রবীন্দ্রমেলা/বহরমপুর
সবিনয় নিবেদন,
বহরমপুরে উদযাপিত রবীন্দ্রমেলা বিংশতিবর্ষে পদার্পণ করল- এ সংবাদে
চমৎকৃত এবং আনন্দিত হলাম।
আজকের দিনে নানা সমস্যা, নানা প্রতিকূলতার মাঝে আলাপ-আলোচনা, সংস্কৃতিচর্চার ক্ষেত্রটি
যে আপনারা সকল চিন্তাশীল,সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য প্রসারিত করে রেখেছেন এই সুদীর্ঘকাল ধরে,
তার জন্য আপনাদের জানাই অকুন্ঠ অভিনন্দন।
শুভেচ্ছা সহ-
কলকাতা সুচিত্রা মিত্র
২১/৪/৯২
Comments