রবীন্দ্রমেলাকে লেখা সৈয়দ মুস্তাফা সিরাজের একটি চিঠি
- Rabindramela Berhampore
- Aug 8, 2021
- 1 min read

২৭/২/৯২
কলকাতা ১৪
প্রীতিভাজনেষু,
আপনার চিঠির জবাব দিতে দেরি জন্য দুঃখিত।হাজারটা কাজে অকাজে এমন জড়িয়ে পরিচয়ে ইচ্ছে থাকলেও মুখ তুলে কিছু দেখার সময় পাই নে। লোকে ভুল বোঝে। নিজের ওপর নিজেই রাগ করি। কাজেই ক্ষমা করবেন।
রবীন্দ্রমেলা করছেন জেনে খুব ভালো লেগেছে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হবেনা। অস্বাস্থ্যও একটা বড় কারণ। সভা এড়িয়ে চলতে বাধ্য হয়েছি ডাক্তারের পরামর্শে। গ্রামের বাড়িতে শরৎকাল আর শীতকালে যাই। মে মাসের গরমে আজকাল কোথাও যেতে পারি না। আপনাদের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। শুভেচ্ছাসহ-
সৈয়দ মুস্তাফা সিরাজ
Comments