উৎসব
- Rabindramela Berhampore
- Oct 11, 2021
- 1 min read
ডাঃ শান্তনু ঘোষ

ঢাকি চলেছেন পূজো মণ্ডপে,
চারটি দিনের তরে ,
সামান্য কিছু চাল,ডাল,আর
বৌ- ছেলে রেখে ঘরে ।
চারদিন ধরে মাথা গুঁজে থাকা,
খাটাখাটি দিন- রাত ,
তবুও শান্তি,দু বেলা দু মুঠো
পেটে তো পড়বে ভাত !
সম্বৎসর অনটনে কাটে ,
জীবন দুঃখে মোড়া ,
খাবার জুটলে কাপড় জোটে না,
এমনই কপাল পোড়া ।
পূজোর ক'দিন আকাশ-বাতাস
মুখরিত উৎসবে ,
দীন-হীন যারা , মরে বেঁচে থাকে ,
তাদের কথা কে ভাবে !
সারি সারি যত মুখ দেখা যায়,
উজ্জ্বল , ঝকঝকে ,
গহনা, পোশাক, আর প্রসাধনে
টেক্বা দেবে কে কাকে ।
শব্দবাজির প্রবল দাপট ,
কর্ণপটাহ ফাটে ,
খাবারের স্টলে ধাক্বাধাক্বি ,
শৃঙ্খলা ওঠে লাটে ।
আলো-সজ্জিত শহর, নগর ,
ডুবে থাকে কোলাহলে ,
ঢাকি- বৌ ঘরে আঁধারেতে একা,
চোখ ভিজে যায় জলে ।
সুখী জনগণ, মা'র আগমনে
আনন্দে ভেসে যায় ,
ঢাকির ছেলের পূজো কেটে গেল,
ছিন্ন প্যান্ট-জামায় ।

লেখক পরিচিতি
ডাঃ শান্তনু ঘোষ, প্রথিতযশা চিকিৎসক ও রবীন্দ্রমেলার শুভানুধ্যায়ী
Comments