top of page

বসন্তের চিঠি

দেবাশিস্ বন্দ্যোপাধ্যায়



শিমূল-পলাশের ঠিকানায়

বসন্তের চিঠি আসে-

সে আসছে; ঋতুরাজ বসন্ত

তাই চাঁপা-করবীর সুবাসে

শিমূলে পলাশে

কৃষ্ণচূড়া-রাধাচূড়ায় লাগে রঙ

বসন্ত-বাহারের সুরে ছাওয়া

মেতে ওঠে দখিন হাওয়া!

কী অপরূপ সাজে সেজেছে অনন্ত

আজ ফুলে ফুলে পল্লবিত দিগন্ত

উতলা আজ মাধবী-মালতীর মন

মধুকরে মধু দেবে আম্র কানন।

পথের বাঁশি শুনে পথহারা সে যে

আজ বাউল মন গায় পথিক সেজে।

এই ফাগুন-সন্ধ্যায় এক মায়াবী সে চাঁদ

কার তরে জেগে আছে পেতে আছে ফাঁদ?

রাঙাবে জ্যোৎস্না রাত আলোর আবীরে

সে যেন কার মুখ দেখে ফিরে ফিরে।

পূর্ণিমা রাতের নেশা এ বসন্ত বাতাসে

রাত জাগা পাখি দেখো আলোর আকাশে!

শিমূল-পলাশের ঠিকানায় বসন্তের চিঠি আসে-

সে আসছে; ঋতুরাজ বসন্ত

হাওয়ায় তার পদধ্বনি ভাসে....

ধুলো মেখে লাল রাঙা পায়

কে অমন আবেশ ছড়ানো গান গায়?

সে কি আমার অবুঝ-সুন্দর মন

তোরা আজ তারি কথা শোন.....


লেখক পরিচিতি

দেবাশিস্ বন্দ্যোপাধ্যায়, ইন্দিরাপল্লী,

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের বাসিন্দা


Comments


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page