top of page

ভালবাসো, দূর থেকে............

শান্তনু ঘোষ





আমাকে বেসেছো ভাল, ভালো কথা,

কি বা তুমি পাবে বিনিময়ে ?

ক্ষয়িষ্ণু জীবনের সঙ্কটে

কিছু নেই মোর সঞ্চয়ে ।


মেঘে ঢাকা বিহ্বল জ্যোৎস্নায়,

তুমি হাত রাখো মোর হাতে ,

হতাশ হাওয়ায় ভেসে নীড় খোঁজো

শূন্য বুকের বেদনাতে ।


পালাতে চাই যে আমি বহুদূরে,

ক্যানভাস- খানি ফাঁকা রেখে,

তোমার ছবিই আঁকি শেষটায়,

আকাশে রঙের খেলা দেখে ।


কানে কানে কেউ যেন বলে গেল,

তুমি নাকি মোটে ভালো নেই ,

দ্বিধা ভরা পায়ে হেঁটে পৌঁছাই ,

তোমার মনের গভীরেই ।


স্রোত- চঞ্চল নদীটির জলে

তোমার চোখের জল মেশে ,

সংযম ভেঙ্গে হয় খানখান ,

প্রতিজ্ঞা কোথা যায় ভেসে।


এসো, শেষবার মোরা এক হই ,

এরপর পথ যাবে বেঁকে ,

ভালবাসা অন্তিমে হাহাকার ,

ভালবাসো, তাই, দূর থেকে !


লেখক পরিচিতি

ডাঃ শান্তনু ঘোষ, প্রথিতযশা চিকিৎসক ও রবীন্দ্রমেলার শুভানুধ্যায়ী

Kommentare


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page