top of page

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় বর্ষা

স্বদেশ সিকদার

অধিকাংশ বাঙালীর মতোন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বর্ষা ঋতু ছিল এক প্রিয় ঋতু।ছোট বেলা থেকে মধ্য বয়স পর্যন্ত এ বঙ্গে জোড়াসাঁকো ও তার নিকটবর্তী অঞ্চল ও পেনেটির বাগানবাড়ি থেকে গঙ্গা নদীতে বর্ষাকালীন বৃষ্টি, তার সৌন্দর্য, অপরূপ দৃশ্য কবিকে প্রকৃতির প্রতি এক ভালোবাসার মায়ায়ে বেঁধে রাখে।পরবর্তীতে পূর্ব বঙ্গে থাকাকালীন ঠাকুর পরিবারের জমিদারির দেখাশোনার কাজে শিলাইদহ, সাজিদপুর ও পাতিসরে টানা অনেকদিন অবস্থানকালে পদ্মানদী ও তার তীরবর্তী অঞ্চলে বিশেষকরে বর্ষার সময়ে বর্ষার অপরূপ দৃশ্য তাঁকে অভিভূত করে তোলে।তখন কবির মধ্য বয়েস। কবিদের এক পারিবারিক নৌকা ছিল। তার নাম ছিল ' পদ্মা '।সেই নৌকা করে বর্ষাকালে জমিদারির কাজে ভ্রমণ করতেন।তখন পদ্মা নদীর উপর বর্ষার বারি ধারা,অতি বরষণে দুকুল প্লাবন করা নদীজল যা তীরবর্তী অঞ্চলে গ্রামের রাস্তাঘাট,বাজার,ছোট ছোট বাড়ির জলমগ্ন ছবি কবির মনে স্থায়ীভাবে থেকে যায়। এরপর কবি যখন শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস করেন তখন প্রখর গ্রীষ্মের পর বর্ষার মেঘের জলদ গম্ভীর গর্জন, বজ্রপাত,বর্ষার অবিরল ধারার বৃষ্টি যা ভুবন ডাঙার দিগন্ত বিস্তৃত পরিবেশ কবিকে এক অন্য অপার্থিব আনন্দে উদ্বেল করে তোলে।


ছোট বয়স থেকে অনেক পরিণত বয়েস পর্যন্ত বর্ষা কবির মনকে এতোটাই আবিষ্ট করে রাখে যে কবির কল্পনায়,ভাবনায়, বিভিন্ন সময়ে সৃষ্ট বিভিন্ন গল্প,কবিতা, কবিতা গ্রন্থ, পত্রাবলিতে আমারা তার প্রমাণ পাই।বর্ষা ঋতুর ওপরে রচিত ওনার গান অন্য ঋতুর থেকে অনেকটাই বেশী।' পূব সাগরের পাড় হতে','আবার এসেছে আষাঢ়,'বজ্রমাণিক দিয়ে গাঁথা',নীল অঞ্জনঘন কুঞ্জ ছায়ায়,'ইত্যাদি প্রায় শ দেড়েক গান কবি বর্ষা ঋতুর ওপর রচনা করেছেন।কবিতা রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো সোনার তরী, মেঘদূত, নববর্ষা,গীতাঞ্জলির কিছু কবিতা,ভানু সিংহের পদাবলীর কিয়দংশ আরো অনেক।মণিহার,পোষ্টমাস্টারের মতোন অসংখক ছোট গল্পতে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ভাবনা,প্রীতি আমরা দেখতে পাই।বর্ষার প্রতি কবির মনে, ভাবনায় এতোটাই আবিষ্ট ছিলেন, বর্ষার বিদায়ে সময়েও কবি লিখছেন-----

'...তুমি যেও না

তুমি যেও না

আমার বাদলের গান হয় নি সারা...'

বর্ষার প্রতি কবির এই আবেগঘন লেখাই প্রমাণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায়ে বর্ষার এক প্রত্যক্ষ চিরস্থায়ী প্রভাব।

লেখক পরিচিতি

স্বদেশ সিকদার, রবীন্দ্রমেলার সদস্য।



Comments


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page