top of page

রবীন্দ্রমেলাকে লেখা মহাশ্বেতা দেবীর একটি চিঠি

শ্রী বিশ্বজিৎ সরকারের সৌজন্যে প্রাপ্ত


১১/১/৯২

কল্যাণীয়,


রবীন্দ্রনাথ বিষয়ে কোন আলোচনা করার যোগ্যতা আমার নেই।আমি তাঁর বিষয়ে কিছু লিখি না বা বলি না। এ কাজে একমাত্র রবীন্দ্র-তাপস জনেরই অধিকার। আমি অযোগ্য। আমাকে মার্জনা কোর।

শুভেচ্ছায়,

মহাশ্বেতা দেবী

Comments


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page