top of page

শিশু–রবি

মোহর ব্যানার্জী





"বিস্ময়ে তাই জাগে আমার গান"

দুচোখ ভরা বিস্ময়ই শিশুর পরিচয়। রবিঠাকুর আমৃত্যু এক বিস্ময়ের মন নিয়েই দুনিয়া দেখলেন!তাই রবীন্দ্রনাথ কতোটা ছোটোদের আর ছোটোরা কতোটা রবিঠাকুরের সত্ত্বার অংশীদার -তা বোঝাতে বিশেষ বিশেষণের প্রয়োজন হয়না।

জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত 'বালক' পত্রিকার লেখালেখির দায়ভার নিয়ে রবীন্দ্রনাথের শিশু সাহিত্যচর্চার অগ্রগতির সূচনা।এদিকে আমাদের শিশুদের 'ক্ষ্যান্তবুড়ি','দামোদর শেঠ' হয়ে 'সহজ পাঠ'এ বাংলা ভাষা সাহিত্যে অবগাহন শুরু হয়।'সহজ পাঠ' রবি চিন্তন অনুযায়ীই নিতান্ত পাঠ্যকে 'রঙিন ও রসময়' করে তোলে।বাংলা ভূমি, বঙ্গ জীবন, সংস্কৃতি, প্রকৃতি, মূল্যবোধ-এসব হাত ধরাধরি করে শিশুমনে এসে বাসা বাঁধে।বহু কর্মক্লান্ত কৃষক,শ্রমিক, আটপৌরে বধূ 'আমাদের ছোটো নদী' বা 'কুমোরপাড়ার গোরুর গাড়ি' অকাতরে বলে যান শৈশবকে স্পর্শ করার আনন্দে।

'শিশুরা হচ্ছে একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগৎ তৈরি করে।'

রবীন্দ্রনাথের নিজের ভৃত্য শাসিত, মাতৃহারা,একাকি,নিয়ম ও শাসনের বেড়ায় আবদ্ধ শৈশবের অনুভূতি এবং শিশু কল্পনার ছায়া তাঁর লেখাকে শিশুদের কাছে অন্তরের স্পর্শ করে তুলেছে যেন।সচেতন খেয়ালী মনের কবি লেখেন-

'যখন যেমন মনে করি

তাই হতে পাই যদি

আমি তবে একখানি হই

ইছামতী নদী।'

অথবা

‘রোজ কত কী ঘটে যাহা-তাহা।

এমন কেন সত্যি হয় না আহা।'-এ যেন চারপাশের সব দেশকালের শিশুদের জপের মন্ত্র।

'শিশু' কাব্যগ্রন্থটির বেশ কিছু কবিতা কবির স্ত্রীর মৃত্যুর পর লেখা। তার মাতৃহারা সন্তানদের বেদনা যেন তিনি অন্তরের গভীর থেকে অনুভব করেন।এ বই-এ বহু কবিতা ‘মা’ কে উদ্দেশ্য করে শিশুর চিরন্তন জবানি।

শিশু ভোলানাথ ,খাপছাড়া,ছড়া ও ছবি,ইত্যাদি অসংখ্য শিশুতোষ ছড়া,কবিতা সাথে নাটক ও ছোটো গল্পের পসরা তাঁর কলমে ও মননে পেয়েছি। লোকসাহিত্যের ছেলে ভুলানো ছড়া,ঘুমপাড়ানি গান সংগ্রহের অনবদ্য কাজটিও তিনি নতুন প্রজন্মের জন্য করে গিয়েছেন।

'একটি ছোটো মানুষ তাঁহার

একশো রকম রঙ্গ তো -

এমন লোককে একটি নামেই

ডাকা কি হয় সংগত।।'

ডাকঘরের অমল,ছুটির ফটিক,বলাই-এর বলাই,সর্বপরি তোতাকাহিনীর তোতা-এরা শতাব্দী পার করেও আজও আমাদের চারপাশে জীবন্ত চলে ফিরে বেড়াচ্ছে।

শিশু বড়ো হয় তার শৈশবের নানা শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে। একটা মানুষ কতোটা শিশুদের কথা ভাবলে এক আনকোরা শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে পারেন!!এ পথ কিছু কুসুমাস্তীর্ণ ছিল না-এ কথা জানা।তবু নবীন প্রাণের সতেজ বৃদ্ধির জন্য প্রাণ প্রাচুর্যের এবং ভবিষ্যৎ কর্ম নির্ভর এক অপার শিক্ষা ভাবনা-শিক্ষাবিদ,দার্শনিক রবীন্দ্রনাথ -যেন সর্বার্থেই 'ছোটোদের রবীন্দ্রনাথ'।

'জগৎ পারাবারের তীরে ছেলেরা করে খেলা.....শিশুর মহামেলা।'


লেখিকা পরিচিতি

মোহর ব্যানার্জী, রবীন্দ্রমেলার সদস্যা।

Comments


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page