সঞ্চিতা বটব্যাল
![](https://static.wixstatic.com/media/c9f588_0848136fdff54ba683555d1147b833ae~mv2.jpg/v1/fill/w_800,h_400,al_c,q_80,enc_avif,quality_auto/c9f588_0848136fdff54ba683555d1147b833ae~mv2.jpg)
কেউ আকাশ হতে চায়
কেউ বা রোদ্দুর,
আমি কি যে চাই
যেতে চাই ক’দ্দুর
জানি না কিছুই।
কখনো মনে হয়
পাখি হওয়া বেশ।
সুনীল আকাশে মেলে পাখা,
মেঘেদের সাথে ভেসে ভেসে,
দূর থেকে পৃথিবীকে দেখা।
না হয় হলাম বা নদী,
কত দেশ ছুঁয়ে ছুঁয়ে,
কত কিছু দেখে দেখ্
সাগরেতে মেশা।
অথবা আগুন-
আঁধারেতে দিতে পারি আলো,
শীতের রাতে তাপ,
পোড়াতে পারি যত আবর্জনা,
মুছে দিতে পারি যত কিছু পাপ।
ঠিক কি যে চাই-
বুঝি না কিছুই।
শুধু জেগে থাকে মনে
স্বপনেতে সাধ।
![](https://static.wixstatic.com/media/c9f588_2b7a3a89bd294defad4e0318f1e28d72~mv2.jpg/v1/fill/w_600,h_900,al_c,q_85,enc_avif,quality_auto/c9f588_2b7a3a89bd294defad4e0318f1e28d72~mv2.jpg)
লেখিকা পরিচিতি
সঞ্চিতা বটব্যাল, রবীন্দ্রমেলার সদস্যা।
Comments