মেঘ ও নদী
- Rabindramela Berhampore
- Aug 8, 2021
- 1 min read
দেবাশিস্ বন্দ্যোপাধ্যায়

জলের সঙ্গেই মেঘেদের যত ভাব
ওরা ঝুঁকে পড়ে নেমে আসে-
কথা বলে;গান গায়
আমি বসে বসে মেঘেদের চলে যাওয়া দেখি
স্বপ্নের মতো মনে হয়-
মন ছুটে চলে ওদের পিছু পিছু; এ কি?!
আমাকেও ওরা এমনি ভাবেই ডেকে নিয়ে যায়......
যাবার কালে
ওরা আমার কানে কানে বলে যায়ঃ
'নদীর ঘরে সমস্ত মেঘই একদিন জল হতে চায়........

লেখক পরিচিতি
দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ইন্দিরাপল্লী,
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের বাসিন্দা
Comments