top of page

মেঘ ও নদী

দেবাশিস্‌ বন্দ্যোপাধ্যায়




জলের সঙ্গেই মেঘেদের যত ভাব

ওরা ঝুঁকে পড়ে নেমে আসে-

কথা বলে;গান গায়


আমি বসে বসে মেঘেদের চলে যাওয়া দেখি

স্বপ্নের মতো মনে হয়-


মন ছুটে চলে ওদের পিছু পিছু; এ কি?!

আমাকেও ওরা এমনি ভাবেই ডেকে নিয়ে যায়......


যাবার কালে

ওরা আমার কানে কানে বলে যায়ঃ

'নদীর ঘরে সমস্ত মেঘই একদিন জল হতে চায়........


লেখক পরিচিতি

দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ইন্দিরাপল্লী,

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের বাসিন্দা

コメント


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page