top of page

শীতের বেলা; শীতের মেলা

দেবাশিস্ বন্দ্যোপাধ্যায়



পাখির মেলা

শীতের বেলা-

শীতের পরশ

সকাল বেলা।

তোমার খেলা

শীতের বনে-

আমার খেলা

তোমার সনে।

তোমার শীত

আমার বুকে-

আমার শীত

তোমার সুখে।

শীতের বেলা

ছুটে পালায়-

যোগ দেবে সে

তোমার খেলায়।

আমার ভুবন

তাইতে মাতে-

তোমার গড়া

তোমার হাতে।

সে হাতের সে

পরশখানি-

কোন্ দেবতা

দেবে আনি?!

পুজবো তাঁরে

জীবন দিয়ে-

স্বপ্নে-ঘেরা

স্বপ্ন নিয়ে।

সেই স্বপ্নের

সুরে-তালে-

জাগবে জীবন

মধুর গানে।

ওগো শীত

তুমি স্বপ্ন দেখাও-

ভালোবাসার

মন্ত্র শেখাও।

তোমার চাদরে

নেবে আমায়?-

বুকের আগুন

দেবে আমায়?!

তোমার বুকের মধ্যে

মুখ গুজে-

তাকে ঠিক

নেবো খুঁজে।

খোঁজার পালা

সাঙ্গ হলে-

তবেই তুমি

যেয়ো চলে....



লেখক পরিচিতি

দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ইন্দিরাপল্লী,

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের বাসিন্দা


Comments


m4nPNpRzn2BaiWQu_7.jpg

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page