রচনা দাস
![](https://static.wixstatic.com/media/c9f588_0e3d0fcda46a40c0b0eaf6d412c423e2~mv2.jpg/v1/fill/w_800,h_400,al_c,q_80,enc_avif,quality_auto/c9f588_0e3d0fcda46a40c0b0eaf6d412c423e2~mv2.jpg)
হে কবিতাশ্রয়,
বিশ্বকবি নামটি তোমার, মম হৃদয় মাঝে লেখা,
জীবন পথের বহু জিনিস তোমারই হতে লেখা।
সন ১৮৬১, তুমি ভূমিষ্ঠ এক বিশাল নামজাদা
ব্রাহ্মণ পরিবারে
যার পরিচিতি ঠাকুর বাড়ি নামে।
গৃহে সবাই ব্যস্ত প্রচুর নিজ নিজ ভিন্ন কাজে,
বাড়িতে তুমি প্রিয় অনেক, সকলেরই কাছে,
তাইতো কবি বলে ডাকতো তোমায়, গভীর ভালোবেসে।
মাতৃহারা রবি, বয়স তখন অল্প
মায়ের স্নেহহারা এ বেদনা, সত্যি হলেও
আমাদের কাছে গল্প।
বাড়ির ভৃত্যদের সাথেই তার বেড়ে ওঠা, সাথে পিতৃ-আদর্শ,
সব মিলিয়ে নিজগুণে তুমিই যে সকল শ্রেষ্ঠ।
ঘরের খোলা জানলা থেকে আসতো বিস্তর আলো,
সেইখানেতেই চুপটি করে দাঁড়িয়ে থাকতে তোমার লাগতো
ভীষণ ভাল।
ভাবতে তুমি, কত বিরাট এ আকাশ, মুক্ত যেথায়
বাঁধনহারা পাখিরা।
এই গণ্ডিতে আমি কত বন্দি, কেন হয় না এমন
আমি তাদেরই মতো থাকি না।
স্কুলঘরের ওই চার দেওয়ালের বদ্ধ পরিবেশ,
অপছন্দের কারণ,
গৃহশিক্ষকের কাছেই শিক্ষা নেওয়া, তাতে চলে না
কোনো বারণ।
কতরকম তার পড়া, পাটিগণিত, বীজগণিত, সাহিত্য
সীতার বনবাস থেকে পড়ে গেল মেঘনাদবদ কাব্য।
বুড়ো দর্জি বাড়ির বারান্দআয় কাঁচের চশমা পরে
ঝুঁকে সেলাই করছে, মাঝে মাঝে পড়ছে নামাজও,
কতই না সুখে আছে সে এই ভাবনায়
রবি যে আবদ্ধ।
ছাদের পাশ হতে ওই যে বড়ো রাস্তা থেকে কখনো
আমওয়ালার উদাম মনের ডাক, কখনো বাসনওয়ালার
করা ঠংঠং আওয়াজ, চারিদিক জুড়ে শহরের
পাঁচ-মিশালি নানা শব্দ।
শহরগুলি এইসব সুর ও ইঁটকাঠের বড়ো দৈত্যের
কাছেই তবে জব্দ।
আমাদের রবীন্দ্রনাথ চিরদিন চেয়েছিলেন
কিশোর সত্ত্বায় বাঁচতে,
তুমি সকলের মনে পেরেছ এক বিশাল স্থান দখল
করে থাকতে।
শরৎ প্রেমিক রবিঠাকুরের জীবনেও ছিল দুঃখের ঘনঘটা,
তারই মাঝে তুমি ছিলে এক তীব্র আলোক ছটা।
ঠাকুর বাড়ির সেই ছোট্ট রবি
আজ মৃত্যুর লড়াইয়ে পথযাত্রী
চিরনিদ্রায় বিলীন হলে তুমি কাটিয়ে
তব শেষরাত্রি।
![](https://static.wixstatic.com/media/c9f588_11887d2338c0442bb86ac79c952a31cf~mv2.jpg/v1/fill/w_200,h_300,al_c,q_80,enc_avif,quality_auto/c9f588_11887d2338c0442bb86ac79c952a31cf~mv2.jpg)
লেখিকা পরিচিতি
রচনা দাস, ছাত্রী।
Comments